
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: প্রয়াত ভারতের অন্যতম জনপ্রিয় সঙ্গীত কে কে। আসল নাম ছিল কৃষ্ণকুমার কুন্দন। গতকাল কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠানও করেছেন তিনি। যে হোটেলে তিনি ছিলেন, সেখানেই নাকি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন তিনি। কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল। ৯০ দশক থেকে শিল্পীর স্টেজে আগমন। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড়, বাংলা গানেও সমান পারদর্শী ছিলেন তিনি।