fbpx
দেশবিনোদনহেডলাইন

প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, শোকস্তব্ধ গোটা দেশ

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ সুরের জগত থেকে চিরবিদায় নিলেন ভারতরত্ন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। করোনা আক্রান্ত হয়ে সেখানে ২৮ দিনে আগে ভর্তি হন এই কিংবদন্তী শিল্পী। পরে হাসপাতাল সূত্রে জানা যায় নিউমোনিয়া আক্রান্ত হয়েছেন শিল্পী। মাঝখানে সুস্থ হয়ে ওঠেন তিনি। আইসিইউ থেকে তাঁকে সাধারণ কেবিনে স্থানান্তরিত করা হয়। আজ সকাল ৮টা ১২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।

গত ৮ জানুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় লতা মঙ্গেশকরকে। পরিবারের তরফে জানানো হয় বয়সের কারণে তাঁকে হাসপাতালে আইসিইউতে ভর্তির সিদ্ধান্ত হয়। হাসপাতাল থেকে জানানো হয়, পরে জানানো হয়, কিংবদন্তী শিল্পীর অবস্থা স্থিতিশীল। আইসিইউতেই ১০-১২ দিন রাখা হবে লতাকে। সেই থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন এই সুর সম্রাজ্ঞী।

১৯৪২ সালে মাত্র ১৩ বছর বয়সে গানের জগতে আসেন লতা। বিভিন্ন ভারতীয় ভাষায় ৩০,০০০ গান গেয়েছেন তিনি। তাঁকে কোকিলকণ্ঠী বলা হয়। একাধিক সম্মানে ভূষিত হয়েছেন লতা। ৯৮৯ সালে ভারত সরকার তাকে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করে। তার অবদানের জন্য ২০০১ সালে তাঁকে ভারতের সর্বোচ্চ সম্মাননা ভারতরত্নে ভূষিত করা হয়; এম. এস. সুব্বুলক্ষ্মীর পর এই পদক পাওয়া তিনিই দ্বিতীয় সঙ্গীতশিল্পী।২০০৭ সালে ফ্রান্স সরকার তাকে ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মাননা লেজিওঁ দনরের অফিসার খেতাবে ভূষিত করে।

তিনি ৩টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১৫টি বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার, ৪টি শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার, ২টি বিশেষ ফিল্মফেয়ার পুরস্কার, ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। ১৯৭৪ সালে তিনি প্রথম ভারতীয় হিসেবে রয়্যাল অ্যালবার্ট হলে সঙ্গীত পরিবেশন করেন।

পাঁচ ভাইবোনের মধ্যে লতা ছিলেন সকলের বড়। তার বাকি ভাইবোনেরা হলেন, আশা ভোঁসলে, ঊষা মঙ্গেশকর, মীনা মঙ্গেশকর ও হৃদয়নাথ মঙ্গেশকর।

 

 

Related Articles

Back to top button
Close