প্রয়াত সিরিয়ার বিদেশ মন্ত্রী ওয়ালিদ

দামাস্কাস: না ফেরার পাড়ি দিয়েছেন সিরিয়ার দীর্ঘদিনের বিদেশ মন্ত্রী ওয়ালিদ আল মোয়ালেম (৭৯)। দীর্ঘদিন ধরেই তিনি নানা রকম স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন। তার হৃদযন্ত্রেও নানা ধরনের সমস্যা দেখা দিয়েছিল। তবে, সোমবার তার মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। শুধু এক বিবৃতিতে সিরীয় সরকার জানিয়েছে, ‘তিনি ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমিক। তিনি দেশকে প্রচণ্ড ভালোবাসতেন। সোমবার সকালে এই প্রবীণ রাজনীতিবিদের মৃত্যু হয়েছে এবং তাকে রাজধানী দামাস্কাসে সমাহিত করা হবে।’ সূত্রের খবর, প্রবীণ কূটনীতিক ফয়সাল মেকদাদকে প্রয়াত বিদেশ মন্ত্রী মোয়ালেমের স্থলাভিষিক্ত করা হতে পারে।
আরও পড়ুন- সেলফ আইসোলেশনে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
শুধু বিদেশ মন্ত্রী নন, ওয়ালিদ আল মোয়ালেম ছিলেন সিরিয়ায় উপ-প্রধানমন্ত্রী। ২০০৬ সালে তিনি সিরিয়ার বিদেশ মন্ত্রী দায়িত্বভার গ্রহণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন। এছাড়া তিনি ২০১২ সাল থেকে সিরিয়ায় উপ-প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করে আসছিলেন। এছাড়া তিনি আমেরিকায় সিরিয়ার দূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তবে তার সময়ে ১৯৯০ সালে ইজরায়েলের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হয়ে যায়। এরপর, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। কঠিন এই সময়ে তিনি বাশার আল আসাদ সরকারের পাশে থেকেছেন। কেননা, তিনি ছিলেন প্রেসিডেন্ট বাশার আল আসাদের একজন কট্টর সমর্থক এবং বা’য়াথ পার্টির একজন সদস্য।