প্রয়াত দুইবারের বুকার জয়ী ব্রিটেনের প্রখ্যাত সাহিত্যিক ডেম হিলারি ম্যান্টেল

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: প্রয়াত দুইবারের বুকার জয়ী ব্রিটেনের খ্যাতনামা সাহিত্যিক ডেম হিলারি ম্যান্টেল। শুক্রবার ৭০ বছর বয়সে জীবনাবসান হয় তাঁর। তার প্রকাশক ফোর্থ এস্টেট বুকস এক টুইট বার্তায় তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। টুইটারে ফোর্থ এস্টেট বুকস লিখেছে, ‘আমাদের প্রিয় লেখক, ডেম হিলারি ম্যান্টেলের মৃত্যুতে আমাদের হৃদয় ভেঙে গেছে। তার পরিবার পরিজন বিশেষ করে তার স্বামী জেরাল্ডের জন্য আমাদের সমবেদনা। তার মৃত্যু সাহিত্যজগতে ভয়াবহ ক্ষতি। কর্মজীবনে তিনি আমাদের যা দিয়েছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ। ‘
ডেম হিলারি ম্যান্টেল তাঁর উপন্যাস দ্য উলফ হল ট্রিলজির জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন। তিনিই প্রথম ব্রিটিশ নারী সাহিত্যিক যিনি দুবার বুকার জিতেছেন।
টিউডরদের রক্তাক্ত ইতিহাস নিয়ে তার প্রথম উপন্যাস `উলফ হল` এর জন্য ২০০৯ সালে তিনি প্রথমবার এই পুরস্কার জেতেন। এই বইয়েরই পরের পর্ব `ব্রিং আপ বডিস`এর জন্য ২০১২ সালে দ্বিতীয়বারের মত বুকার পুরস্কার জেতেন তিনি। আজ অবধি দ্য উলফ হল ট্রিলজি বিশ্বব্যাপী ৫০ লাখের বেশি বিক্রিসহ ৪১টি ভাষায় অনুবাদ করা হয়েছে।
ম্যান্টেল ১৯৫২ সালের ৬ জুলাই ইংল্যান্ডের ডার্বিশায়ারের গ্লসপেতে জন্মগ্রহণ করেছিলেন এই সাহিত্যিক।