fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

সাইকেল চালিয়ে বনধের প্রচার চলছে সর্বত্র

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: ২৬ নভেম্বর বনধের ডাক দিয়েছে বাম-কংগ্রেস। সেইকারণে বামেরা মঙ্গলবার সাইকেল মিছিল করে উত্তর ২৪ পরগনার মছলন্দপুরে। বলাকা ক্লাবের মাঠ থেকে শুরু করে মছলন্দপুরের বিভিন্ন এলাকায় ঘুরে মিছিল শেষ হয় মছলন্দপুর বামুন ডাঙ্গায়।

কৃষকরা যাতে সঠিক মূল্য পায় তার ব্যবস্থা করতে হবে এবং যে সমস্ত পরিবার আয়কর দেয় না তাদের পরিবারকে আগামী ছয় মাস ৭,৫০০টাকা ব্যাঙ্কের মাধ্যমে দেওয়ার আবেদন জানানো হবে বনধের মাধ্যমে। আগামী ২৬শে নভেম্বর বৃহস্পতিবার বামেদের ডাকা বনধ সফল হবে বলে জানান সিপিএমের এরিয়া কমিটির সম্পাদিকা সপ্না ঘোষ।

Related Articles

Back to top button
Close