দীর্ঘ হচ্ছে তালিকা…৮ লাখের গন্ডি পার করল আক্রান্তের সংখ্যা, উদ্বেগে মহারাষ্ট্র, স্বস্তিতে দিল্লি
বিধিনিষেধ, সচেতনতা কোনও কিছুই আটকাতে পারছে না করোনার দাপট

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: লকডাউন, সচেতনতার প্রচার, আংশিক লকডাউন, বিধিনিষেধ, আইন অমান্য করলে পুলিশের কড়া শাস্তি কোনও কিছুই আটকাতে পারছে না করোনা ভাইরাসকে। ক্রমশ মৃত্যু থেকে আক্রান্ত দুই তালিকাই দীর্ঘ থেকে ক্রমশ দীর্ঘতর হচ্ছে। দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়াল৮.৫ লক্ষ। শুক্রবারের পর ফের শনিবারেও দেশে নতুন করে মারণ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৭ হাজারের বেশি। আর সেই কারণেই এবার ৮ লাখের গন্ডি পার করল এই আক্রান্তের সংখ্যা।
‘ওয়ার্ল্ডোমিটারের’ পরিসংখ্যান বলছে, শনিবার রাত বারোটা পর্যন্ত দেশজুড়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৭৫৫ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লক্ষ ৪৮ হাজার ৬৭১ জনে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৫৪৩ জন। ফলে এ নিয়ে দেশে মারণ ভাইরাসের বলি হলেন ২২ হাজার ৬৬৮ জন। সুস্থ হয়েছেন ৫ লক্ষ ৩৫ হাজার ৩৩৬ জন। দেশে সক্রিয় করোনা রুগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লক্ষ ৯০ হাজার ৬৬৭ জন।
আরও পড়ুন:চতুর্দিকে শুধু মৃত্যুর কলরব! নেপালে বন্যা ও ভূমিধসে মৃত কমপক্ষে ৪০, নিখোঁজ ২৩
প্রথম থেকে করোনাকে সবচেয়ে খারাপ অবস্থায় ছিল মহারাষ্ট্র। রাজ্যে এই প্রথম একদিনে করোনায় আক্রান্তের সংখ্যা ৮ হাজারের গণ্ডি ছাড়াল। একদিনে ৮ হাজার ১৩৯ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৪৬ হাজার ৬০০ জনে। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনার ছোবলে আরও ২২৩ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা ১০ হাজার ১১৬। তবে কিছুটা হলেই দিল্লিতে পরিস্থিতি একটু স্বাভাবিক অবস্থায় এসেছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে একদিনে নতুন করে শনাক্তের সংখ্যা দুই হাজারের গণ্ডির নিচে নেমেছে। দিল্লির স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৮১ জন। মোট ১ লক্ষ ১০ হাজার ৯২১। নতুন করে মৃত্যু হয়েছে ৩৪ জনের।