fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

সমুদ্রতীরে ‘ঝিনুক’ নয় ‘সোনা’ কুড়োতে ভিড় জমিয়েছে স্থানীয়রা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীর সমুদ্রতটে সকাল থেকেই উপচে পড়া ভিড়। ভিড়ের কারণ শুনলে অবাক হতে হবে। শোনা গিয়েছে সমুদ্রতটে পাওয়া যাচ্ছে সোনা। যা কুড়োতে ভিড় জমিয়েছে সকলে। ঝড় নিভা চলে যাওয়ার পরেই জলের স্তর অনেকটাই নেমে গিয়েছে পূর্ব গোদাবরীর তীরে। আর এতেই একধরণের হলুদ রঙের ধাতু দেখতে পাওয়া যাচ্ছে সমুদ্র তীরে। যা সংগ্রহ করতে ভিড় জমিয়েছে সকল মানুষ। ওই হলুদ ধাতু সংগ্রহ করে বাড়ী নিয়ে যাচ্ছেন তাঁরা। ওই হলুদ রঙের ধাতু  সোনা কিনা এখনও স্পষ্ট নয়। কিন্তু সোনা ভেবেই তা বাড়ী নিয়ে যাচ্ছেন স্থায়ীয়রা।

স্থানীয় সূত্রের খবর, প্রতিবারই বড় যেকোন ঝড়ের পরে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীর তীরে মূল্যবান ধাতু, রত্ন পাওয়া যায়। তাই সম্প্রতি হয়ে যাওয়া ঝড় “নিভা”-র পর সমুদ্রতটে উদ্ধার হওয়া হলুদ রঙের ধাতু সোনা ভেবেই তা সংগ্রহ করতে উপচে পড়া ভিড় দেখা যায়।

আরও পড়ুন- ডিসেম্বর মাসেই ফের ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে যে, প্রবল ঝড়ে বা জোয়ারে এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এলাকার প্রাচীন একাধিক মন্দিরও জলমগ্ন হয়ে পড়ে। এরপরই জলের সঙ্গেই মন্দিরের বহু মূল্যবান দ্রব্য ভেসে আসে সমুদ্রতীরে। সেইকারনে যেকোনো বড় দুর্যোগের পরে অনেকেই  মূল্যবান গ্রহরত্ন পান। সেইকারনে ঘূর্ণিঝড় নিভার পর  পূর্ব গোদাবরীর সমুদ্র তটে সোনা ভেসে আসা কিছু অস্বাভাবিক নয় বলেই জানিয়েছে স্থানীয়রা। ইতিমধ্যে  ইউ কোঠাপল্লী মণ্ডলের বেশ কয়েকটি মৎস্যজীবী পরিবার সোনার টুকরোও পেয়েছেন।স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে, হলুদ রঙের ওই ধাতু সোনা কিনা জানা যায়নি। কিন্তু খবর পেয়ে  পূর্ব গোদাবরীর তীরে গিয়েছিলেন প্রশাসনিক আধিকারিকরা। তাঁরা হলুদ রঙের এক ধাতুর সন্ধান পেয়েছে।

 

Related Articles

Back to top button
Close