
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: টানা দীর্ঘ লড়াই শেষ করে চলে গেলেন টিভি-৯ বাংলার সাংবাদিক স্বর্ণেন্দু দাস। প্রতি মুহূর্তে সে লড়াই করে বাঁচতে চাইছে, সেই বার্তাই সকল বন্ধুদের আত্মীয়দের দিয়ে গেছেন স্বর্ণেন্দু। এক পরিশ্রমী, উদ্যোগী সাংবাদিকদেকের অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা সাংবাদিক জগত।
দূরারোগ্য ক্যানসার আক্রান্ত স্বর্ণেন্দুর ব্যয়বহুল চিকিৎসার খরচ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রথমে চেন্নাইতে চিকিৎসার খরচ সামলানো মুশকিল হয়ে পড়ছিল। মুখ্যমন্ত্রীর উদ্যোগে কলকাতায় চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু সব লড়াই শেষ করে দিয়ে মঙ্গলবার না ফেরার দেশেই যাত্রা করলেন স্বর্ণেন্দু।