গণধর্ষণের পর বের করে নেওয়া হল শিশুকন্যার ফুসফুস

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: নারকীয় ঘটনা কানপুরে। এক ছয় বছরের শিশুকে গণধর্ষণের পর শরীর থেকে ফুসফুস বের করে নেওয়া হল। কুসংস্কারের বলি করা হল ওই শিশুকে।
জানা গিয়েছে যে, কানপুরের বাসিন্দা পরশুরাম কুরিল নামে ওই ব্যক্তির স্ত্রীর নিঃসন্তান ছিল। কুসংস্কারাছন্ন ওই ব্যক্তির বিশ্বাস ছিল যে, স্ত্রীর সন্তান ধারণের জন্য প্রয়োজন একটি শিশুর ফুসফুস। সেইকারণেই ৬ বছরের ওই শিশুকে অপহরণ করার পর খুনের ছক কষেছিল পরশুরাম কুরিল নামে ওই ব্যক্তি।
এই নারকীয় ঘটনায় অভিযুক্ত জানিয়েছে যে, দিওয়ালির রাতে কানপুরের ঘাতমপুর এলাকা থেকে ওই শিশুটিকে অপহরণ করা হয়।অই শিশুকে অপহরণ করে অনকূল কুরিল ও বীরেন নামে দুজন। এরপর জঙ্গলে নিয়ে গিয়ে তারা শিশুটিকে গণধর্ষণ করে। ঘটনায় থানায় শিশুকন্যার পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়েরের পর প্রথমে অনকূল ও বীরেনকে গ্রেফতার করে পুলিশ। পরে সোমবার মূলচক্রী পরশুরামকে গ্রেফতার করা হয়। ঘটনায় আতক করা হয়েছে পরশুরামের স্ত্রীকেও।