fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

মালদা জেলা বিজেপির কার্যালয়ের নেই কোন অনুমোদন, ভোটের আগে নতুন ইস্যু তৃণমূলের

মিল্টন পাল, মালদা: ২০ বছর আগে অনুমতি নেওয়া হলেও বর্তমানে বিজেপি পার্টি অফিস তৈরীর অনুমতি নেওয়া হয়নি বলে দাবি পুর প্রশাসকের। ফলে মালদা জেলা বিজেপির কার্যালয়ের নেই কোন অনুমোদন। পুরসভা থেকে নেওয়া হয়নি কোনও অনুমতি। মিউটেনশন সহ ব্লিডিং প্ল্যানও নেই। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন ইংরেজবাজার পুরসভার পুরপ্রশাসক নীহার রঞ্জন ঘোষ। তিনি দাবি করেন দীর্ঘ কুড়ি বছর ধরে অবৈধ, বেআইনি স্থানে চলছে বিজেপির জেলা কার্যালয়। যদিও বিজেপির দাবি ২০ বছর আগের কাগজ হারিয়ে ভোটের ইস্যু করছে তৃণমূল কংগ্রেস।

জানা গিয়েছে, ইংরেজবাজার পুরসভার ১২নং ওয়ার্ডে অবস্থিত এই কার্যালয়। একদা বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তপন শিকদার এই কার্যালয়ের উদ্ধোধন করেছিলেন। সেইসময় ব্লিডিং এর মিউটেশন সহ  সাত তলা প্লানের অনুমোদনের জন্য পুরসভায় আবেদন করা হয়েছে। এতদিন পুরসভার দ্বায়িত্বে অনেকে থেকেছে অথচ তার কোন আইনি নোটিশ কিছু আসেনি।

পুরপ্রশাসক নীহার রঞ্জন ঘোষ বলেন, পুরসভায় বাড়ি তৈরী করতে পুরসভার যে আইনগুলো দরকার সেগুলো বিজেপি করেনি। তারা কোনও কাগজ পত্র দেয়নি। আমরা বলেছি প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে দেখা করতে। ফলে আইনী পদক্ষেপ নেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোটিশ দেওয়া হচ্ছে বিজেপির জেলা নেতৃত্বকে।

জেলা বিজেপির সহ সভাপতি অজয় গাঙ্গুলী দাবি করেন কুড়ি বছর পর ইংরেজবাজার পুরসভার নজরে এসেছে বিজেপির কার্যালয় বেআইনি। তার দাবি বছর কুড়ি আগেই ব্লিডিং এর মিউটেশন সহ সাত তলা প্লানের অনুমোদনের জন্য পুরসভায় আবেদন করা হয়েছে। এখন যদি পুরপ্রশাসক দাবি করে বিজেপির কার্যালয় বেআইনি তা হাস্যকর। তারা কাগজপত্র হারিয়ে ফেলেছে ফলে পুরআইনে যে নিয়ম রয়েছে তা কার্যকর করার হুমকি দেন তিনি।

Related Articles

Back to top button
Close