কিষান মান্ডিতে বসছে না বাজার, ক্ষুব্ধ কৃষকরা

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রামঃ আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের উত্তর পারোকাটা তেঁতুলতলা এলাকায় বছর কয়েক আগে কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা কিষান মান্ডিতে বাজার না বসায় ক্ষুব্ধ এলাকার কৃষকরা। সরকারি নজরদারি না থাকায় রাতের অন্ধকারে কিষান মান্ডি চত্বরে অসামাজিক কার্যকলাপ ঘটছে বলেও অভিযোগ এলাকাবাসীর। তারা জানান এখানে সমস্ত সুবিধা সম্পন্ন আধুনিক বাজার চত্বর গড়ে তোলা হলেও বাজার চালু করার বিষয়ে প্রশাসন উদাসীন। এখানে নিয়মিত বাজার বসলে এলাকার আর্থিক উন্নয়নে সহায়ক হত বলেও তারা অভিমত প্রকাশ করেন।
প্রশাসন বাজার বসানোর উদ্যোগ না নিলে তারা আন্দোলনে নামবেন বলে জানান। স্থানীয় তৃণমূল নেতা শঙ্কর সরকার জানান, এর আগে দুবার বাজার চালু হলেও কিছু ব্যবসায়ীর অসহযোগিতায় নিয়মিত বাজার চালু করা সম্ভব হয়নি। প্রশাসনের নিকট অবিলম্বে বাজার চালুর দাবি জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দা প্রানকৃষ্ণ সুত্রধর বলেন বাজার না বসাতে বাজার চত্বর আগাছায় ছেয়ে যাচ্ছে। আলিপুরদুয়ার দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ দাস জানান বাজার চালুর বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন।