
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরসভা নির্বাচন কবে হবে তার দিনক্ষণ আগামী ১০ দিনের মধ্যে জানাতে হবে বলে নির্দেশ দিয়েছে দেশের সর্ব্বোচ আদালত। এর মধ্যেই হলদিয়া পৌরসভার কাউন্সিলরদের মন বুঝতে মঙ্গলবার জরুরী বৈঠক দেখেছিলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন তৃণমূল ভবনে হলদিয়া পুরসভার ২৩ জন কাউন্সিলর এবং পুরসভার চেয়ারম্যান শ্যামল আদক ও উপ পৌরপ্রধান সুধাংশু মন্ডলের উপস্থিতিতে বৈঠক হয়।
সূত্রের খবর, এদিনের বৈঠকে কাউন্সিলরদের সঙ্গে আধ ঘন্টা বৈঠক করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এখানে তিনি তাদের সাফ জিজ্ঞেস করেন, এই মুহূর্তে তারা দলে থাকছেন নাকি অন্য দিকে যাওয়ার চিন্তা ভাবনা করছেন। কারণ বর্তমান পরিস্থিতিতে যেভাবে একের পর এক নেতা মন্ত্রী দল বিরোধী কথাবার্তা বলছেন তাতে নির্বাচনের আগে জল মেপে নিতে চাইছে রাজ্যের শাসক দল।
শুভেন্দু অধিকারীর দল বিরোধী ব্যবহারের পর কার্যত নির্বাচনের আগে কিছুটা চাপে পড়ে গিয়েছে রাজ্যের শাসক দল। সেই কারণে চারিদিকের অবস্থা বুঝে নিতে এদিন বৈঠক ডেকেছিলেন রাজ্যের পুর মন্ত্রী।
অন্যদিকে বৈঠক শেষে উপ পৌরপ্রধান সুধাংশু মন্ডল জানান, “সব কাউন্সিলর এসেছেন। আমরা জানিয়েছি আমরা দিদির অনুগামী। কেউ কোন ব্যক্তির ব্যক্তিগত অনুগামী নই। দলের বাইরে যদি কেউ যায় সেখানে আমরা নেই”।