fbpx
কলকাতাগুরুত্বপূর্ণহেডলাইন

ফের অনুব্রত’র পাশে থাকার বার্তা, কেষ্টকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনা হবে: মমতা 

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: নেতাজির ইন্ডোরের প্রশাসনিক বৈঠক থেকেই বিজেপিকে বেনজির আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন তিনি দিলেন অনুব্রত’র পাশে থাকার বার্তা তেমনই ইডি-সিবিআই-এর বিরুদ্ধে তোপ দাগলেন তিনি।মমতা বলেন, ইডি সকালেই ঘুম থেকেই বেরিয়ে পড়ছে। আর তৃণমূল কর্মীদের গ্রেফতার করছে। এইভাবে ভোটে হারানো যাবে না।

এদিন বীরভূমের তৃণমূল নেতা-কর্মীদের উদ্দেশে মমতা বলেন, কেষ্টকে বীরের সম্মান দিয়ে জেল থেকে বের করে আনতে হবে। বীরভূমকে হারানো অত সহজ নয়। মমতা বলেন, প্রতিবার ভোটের আগেই অনুব্রতকে নজরবন্দি করে রাখা হয়। তাতে কি তাকে আটকাতে পেরেছে। ভাবছেন কী, কেষ্টকে জেলে বন্দি করে রেখে লোকসভা আসন জিততে পারবে? ও গুড়ে বালি”।

বীরভূমের বিধায়ক, ব্লক প্রেসিডেন্ট, আর যাঁরা বীরভূম থেকে এসেছেন, তাঁদের উদ্দেশে মমতা বলেন, “যত দিন না কেষ্ট ফিরে আসছে, লড়াই আরও তিনগুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে কেষ্টকে জেল থেকে বের করে আনবেন। এই মানসিকতা নিয়ে তৈরি থাকুন। বীরভূম জেলা হারতে জানে না, হারতে শেখেনি”।

বামেদের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মমতা বলেন, “৩৪ বছরের একটা ফাইল পাওয়া যাচ্ছে না। চাইলে সবকটাকে ধরে জেলে ভরতে পারতাম। কিন্তু তা করিনি”।

উল্লেখ্য, এ দিন পঞ্চায়েত ভোটের আগে দলীয় অনুশাসন ও শৃঙ্খলা নিয়ে নেতাজি ইন্ডোরে দলের সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছিল তৃণমূলের তরফে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি-সহ ছিলেন দলের নেতা, বিধায়ক, সাংসদ, মন্ত্রীরা।

 

 

Related Articles

Back to top button
Close