
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: রাজ্যে শাসনব্যবস্থার অরাজকতা, লাগামহীন দুর্নীতিকে হাতিয়ার করে শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে সম্প্রতি নবান্ন অভিযানের ডাক দেয় রাজ্য বিজেপি নেতৃত্ব। নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার ঘটনা ঘটে। বিজেপি কর্মীর মাথা ফাটে, আহত হন বিজেপি নেত্রী মীনাদেবী পুরোহিত। মিছিলে আগেই পথ আটকানো হয় শুভেন্দু অধিকারী সহ লকেট চট্টোপাধ্যায়ের। আজ রাজ্যে এসেছেন বিজেপির পর্যবেক্ষক দল। নবান্ন অভিযানে আহত ওই বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে শহরে এসেছেন বিজেপির দিল্লির নেতারা। পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা দুই নেতা মঙ্গল পাণ্ডে এবং আশা লকড়া ঘুরে বেড়াচ্ছেন শহরের নানা প্রান্তে।
রবিবার দমদম বিমানবন্দর থেকে বিধাননগর ও রাজারহাট নিউটাউন এলাকায় গিয়ে দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে দেখা করেন আশা লকড়া। পাশাপাশি অপর কেন্দ্রীয় নেতা মঙ্গল পাণ্ডে দমদম বিমানবন্দর থেকে বেরিয়ে খড়দহ, পানিহাটি, উত্তর দমদম ও দমদম এলাকায় বিজেপির দলীয় কর্মীদের দেখতে যাবেন। বিজেপির এই দুই কেন্দ্রীয় নেতাকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল, রাহুল সিনহা সহ অন্যান্য নেতারা। দলীয় উত্তরীয় পরিয়ে, ঢাক বাজিয়ে পুষ্প স্তবক দিয়ে তাঁদের স্বাগত জানানো হয় বিমানবন্দরে। আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে তাঁদের মনোবল চাঙ্গা করে ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন বিজেপি নেতৃত্ব। বিজেপির নীচু তলার কর্মী ও সমর্থকদের সেই আন্দোলন, লড়াই, তা দিল্লির নেতারা দেখেছেন।