ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত, সেই সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: দুদিন আগেই নিম্নচাপের জেরে বৃষ্টিতে ভিজেছে বঙ্গ। ফের এসেছে সেই নিম্নচাপের ভ্রুকুটি। আর যার জেরে মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। ভারী বৃষ্টি না হলেও মাঝারি বৃষ্টি হয়ে চলেছে অবিরাম ভাবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২-৩ ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায়। সঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে। কলকাতা ও শহরতলীর নীচু এলাকায় জল জমেও বিড়ম্বনা বাড়তে পারে।
এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের ছয় জেলায়। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। নিচু জায়গায় জল জমতে পারে বলে সতর্কতা আবহাওয়া দফতরের। গভীর নিম্নচাপ রাজস্থানে সরে গেলেও মৌসুমী অক্ষরেখা দিঘা হয়ে বিস্তৃত। তার প্রভাবেই এই বৃষ্টি বলে জানিয়েছে হাওয়া অফিস। মৌসুমী অক্ষরেখা যেহেতু এখনও বাংলার উপর দিয়েই যাচ্ছে, সে কারণে আগামী দু’ তিনদিন বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবেই। বুধবারও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে।