শিলিগুড়ির প্লাবিত অঞ্চল ও নদী বাঁধ পরিদর্শণ করলেন মন্ত্রী

কৃষ্ণা দাস, শিলিগুড়ি: শিলিগুড়িতে প্লাবিত অঞ্চল ও নদী বাঁধ পরিদর্শণ করলেন মন্ত্রী গৌতম দেব। বর্ষা পড়তেই বানভাসী অবস্থা পর্যবেক্ষণে সোমবার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার বিভিন্ন নদী সংলগ্ন এলাকা দেখতে আসেন মন্ত্রী। উত্তরবঙ্গে বর্ষার আগমন হতেই গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে। এরফলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি শহর শিলিগুড়ি ও তার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে। বানভাসী অবস্থা হয়ে পরে বিভিন্ন অঞ্চলের বেশ কিছু এলাকা।
[আরও পড়ুন- ওষুধ ব্যবসার আড়ালে বেআইনি ফেন্সিডিলের কারবার, গ্রেফতার ১]
পাশাপাশি নদী সংলগ্ন এলাকাগুলো প্লাবিত হয়ে পড়ে। পরিস্থিতি পর্যবেক্ষণে সোমবার বেশ কিছু এলাকা পরিদর্শণ করেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সাথে। তিনি বলেন, এই নদীগুলি অনেক আগে ২৯-৩০ ফুট চওড়া ছিল। নদী চরে বাড়িঘর হয়ে তা ধীরে ধীরে ছোট হয়ে গিয়েছে। এর থেকে নিস্তার পেতে মন্ত্রী উপায় বাতলিয়ে আরও বলেন যে, একটা ব্রিজ থেকে আরেকটা ব্রিজ পর্যন্ত নদী বাঁধ দেওয়ার দরকার আছে। তিনি জানান যে, এইবিষয়ে সেচ মন্ত্রীর সাথে কথা বলে সমস্যা সমধানের উপায় বের করতে হবে। পাশাপাশি স্থানীয়দের সাথে কথা বলে কাজটা করা হবে বলে মন্ত্রী জানান।