ভুবনেশ্বর থেকে ভোরবেলা কলকাতা পৌঁছে গেলেন মন্ত্রী, পার্থ ও অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: ভুবনেশ্বর থেকে ভোরবেলাই কলকাতায় পৌঁছে গেলেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গতকাল, অর্থাৎ সোমবার সকালেই কলকাতা থেকে ভুবনেশ্বরের এইএমস-এ নিয়ে যাওয়া হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। সেখানে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হয়। ইডি প্রথম থেকেই সন্দেহ ছিল, এসএসকেএম- প্রভাবশালী তকমা খাটাতে পারেন রাজ্যের মন্ত্রী। তাই তাকে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরের এইএমসে। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা হয়। কিছু টেস্ট করানো হয়। তার পরেই ভুবনেশ্বরের এইমস- কর্তৃপক্ষ জানিয়ে দেয় মন্ত্রীর ক্রনিক রোগে আক্রান্ত। তবে গুরুতর কিছু না। বাড়িতে থেকেও চিকিৎসা সম্ভব। হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই।
সোমবার রাতে ভুবনেশ্বর এইমস-এই রাখা হয় ধৃত মন্ত্রীকে৷ এর পর পরিকল্পনা অনুযায়ী আজ সকালের বিমানেই পার্থ চট্টোপাধ্যায়কে কলকাতায় নিয়ে আসা হয়৷ বিমানবন্দর থেকে সরাসরি পার্থ চট্টোপাধ্যায়কে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে৷ ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে ৩ আগস্ট পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সিজিও কমপ্লেক্সে পৌঁছনোর পর পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে টানা জেরা করতে পারেন ইডি গোয়েন্দারা৷ দু’ জনকে মুখোমুখি বসিয়েও জেরার সম্ভাবনা রয়েছে৷ ইডি-র জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার এক আধিকারিক নিজে জেরার সময় উপস্থিত থাকতে পারেন বলেই সূত্রের খবর৷
এ দিন ভোর সাড়ে চারটে নাগাদ পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে ভুবনেশ্বর বিমানবন্দরে পৌঁছয় ইডি৷ ভোর ৫.৪০-এর বিমানে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে কলকাতায় রওনা দেন ইডি আধিকারিকরা৷ সাড়ে ছ’টা নাগাদ কলকাতায় পৌঁছয় সেই বিমান৷