তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে করে বোমা ছুড়ল দুষ্কৃতীরা

নিজস্ব সংবাদদাতা দিনহাটা: দিনহাটা ২ ব্লকের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে করে বোমা ছুড়ল দুষ্কৃতীরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দুষ্কৃতীদের ছোঁড়া বোমায় পুড়ে গেল বাড়ির ভিতরে থাকা গ্রাম পঞ্চায়েত সদস্য নূরজাহান বিবির স্বামী আজিমমুদ্দিন মিয়ার বাইক। দিনহাটা ২ ব্লকের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের খোচাবাড়ি এলাকায় বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে।
তৃণমূলের পঞ্চায়েত সদস্য নুরজাহান বিবির স্বামী আজিমুদ্দিন মিঞা জানান, “অন্যান্য দিনের মত এদিন রাতে তারা সকলেই ঘুমিয়ে পড়েন। রাত একটা নাগাদ হঠাৎই তার বাড়ির ভিতরে বোমার শব্দ পান তারা। সঙ্গে সঙ্গে উঠে দেখেন বাড়ির ভিতরে থাকা বাইকটি আগুন জ্বলছে। দুষ্কৃতীরা তার বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে বলেও অভিযোগ। সেই বোমা থেকে বাড়ির ভিতরে থাকা একটি বাইক পুড়ে যায়। এই ঘটনায় কারা জড়িত তা জানা না গেলেও তিনি পুলিশকে লিখিতভাবে জানিয়েছেন। এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে পুড়ে যাওয়া বাইকটি উদ্ধার করে নিয়ে আসে এবং ঘটনার তদন্ত শুরু করে।