fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

লক্ষীপুরে পর্যালোচনা সভা ও পয়লাপুলে ড্রেন নির্মাণের সূচনা করলেন বিধায়ক

নিজস্ব প্রতিনিধি, লক্ষীপুর: লক্ষীপুর মহকুমার রাজাবাজার ও লক্ষীপুর ব্লকে পর্যালোচনা সভা করলেন লক্ষীপুরের বিধায়ক তথা পিএসসি চেয়ারম্যান রাজদীপ গোয়ালাl সোমবার পর্যালোচনা সভা করেন তিনিl প্রথম সভা অনুষ্ঠিত হয় রাজাবাজার ব্লকেl চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম,কাছাড় জেলা পরিষদের সিইও দীপশিকা দে,ব্লক কর্তৃপক্ষ সহ আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী l দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয় লক্ষীপুর ব্লকেl চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন সিইও দীপশিকা দে, ব্লক কর্তৃপক্ষ সহ আঞ্চলিক পঞ্চায়েত সভাপতিl

পর্যালোচনা সভায় তিনি ফোর্টিন ফাইন্যান্স সহ ব্লক লেবেল প্রতিটি উন্নয়নমূলক কাজের খোঁজখবর নেওয়ার পাশাপাশি নিয়ম মেনে কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেনl তবে পর্যালোচনা সভায় সাংসদ রাজদীপ রায় উপস্থিত থাকার কথা থাকলেও পরবর্তী সময় তিনি উপস্থিত হতে পারেননি বলে জানা গেছেl

আরও পড়ুন: দুই পাক গুপ্তচরকে ভারত ছাড়তে বলায় পাল্টা কৌশল পাক সরকারের, ভারতীয় কূটনীতিকে তলব ইসলামাবাদে

চেয়ারম্যান ঘনিষ্ঠ মিঠু আচার্য্য জানান,আজ পর্যালোচনা সভায় অংশ নেওয়ার আগে পয়লাপুল জাতীয় সড়কের পাশে ড্রেন নির্মাণ কাজের সূচনাও করেন বিধায়ক তথা পিএসসি চেয়ারম্যান রাজদীপ গোয়ালাl

Related Articles

Back to top button
Close