বাইক চোর সন্দেহে দুই যুবককে পুলিশের হাতে তুলে দিল জনতা

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: বাইক চোর সন্দেহে দুই যুবককে পুলিশের হাতে তুলে দিল জনতা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার পূর্ব হুদা গ্রামে। স্থানীয় বাসিন্দা ভবেশ বিশ্বাস ভোরে ঘুম থেকে উঠে দেখে বাড়ির গেট খোলা ও বারান্দাতে বাইক নেই l ছেলে ভবেন বিশ্বাসকে ডেকে বাইক নেই জানায়। এরপর সবাই মিলে পাড়ায় খুঁজতে বেরোয়। সেই সময় পাড়ায় ২ যুবককে ধরে ফেলে এলাকার বাসিন্দারা।
আরও পড়ুন: জনধন যোজনার টাকা হাতাতে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ, গ্রেফতার স্বামী
তাদের কথায় অসঙ্গতি থাকায় তাদেরকে আটকে রাখে গ্রামের বাসিন্দারা । বৃহস্পতিবার সকালে বাগদা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে প্রাথমিকভাবে গ্রামের বাসিন্দারা দুই যুবককে পুলিশের হাতে তুলে দিতে অস্বীকার করে । পরবর্তীতে পুলিশের হাতে তুলে দেয়। এলাকাবাসীর দাবি ওরা মোটরসাইকেল চুরি করেছে সে কথা আমাদের কাছে স্বীকার করেছে। পুলিশ তাদেরকে আটক করেছে পুলিশ আমাদের বাইক ফিরিয়ে দিক।
পুলিশ দুই যুবককে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে, দুই যুবকের নাম অনন্ত পাল। অভিজিৎ মণ্ডলের বাড়ি বনগাঁ থানার কৃষ্ণচন্দপুর এলাকায়ম বলে জানিয়েছে পুলিশ।