ভারতের শেষ হিন্দু সম্রাট পৃথ্বীরাজ চৌহানকে সম্মান জানাতে সংগ্রহশালা নির্মাণ করছে মোদি সরকার

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এক বিশালাকৃতি সংগ্রহশালা তৈরি করবে কেন্দ্রের মোদি সরকার। ভারতের শেষ হিন্দু সম্রাট পৃথ্বীরাজ চৌহানকে সমর্পণ করে এই সংগ্রহশালা তৈরি হবে। ইতিমধ্যেই সংগ্রহশালা তৈরির কাজ শুরু করে দিয়েছে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (ASI). দিল্লীতে তৈরি হতে চলেছে এই সংগ্রাহশালা। ভারতের শেষ হিন্দু সম্রাটের প্রতি সম্মান জ্ঞাপনের জন্য এই সংগ্রহশালা নির্মাণ করা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- রাজ্যের সম্মতি ছাড়া CBI-কে কোনও মামলায় যুক্ত করতে পারবে না কেন্দ্র: সুপ্রিম কোর্ট
ASI পৃথ্বীরাজ চৌহানের সবরকমের দস্তাবেজ, কাজগপত্র, পুরানো স্মৃতি, নিদর্শন সংগ্রহ করার নির্দেশ দিয়েছে কর্মকর্তাদের। সেইসব মহামূল্যবান জিনিস সংগ্রাহলশালায় রাখা হবে। আগামী ১ বছরের মধ্যে সংগ্রাহলয় নির্মাণ সম্পূর্ণ হবে বলে জানিয়েছে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (ASI). পৃথ্বীরাজ চৌহান দিল্লী থেকে শাসন করতেন। আগের দুর্গের ভবনকে সম্প্রসারণের মাধ্যমে এই সংগ্রাহলয়টি তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যা পৃথ্বীরাজ চৌহানকে সমর্পণ করা হবে। সংগ্রাহলয়ের পাশে পার্ক তৈরির বিষয়েও কথাবার্তা শুরু হয়েছে।