fbpx
দেশবিনোদনহেডলাইন

প্রয়াত সঙ্গীত পরিচালক ওয়াজিদ খানের মা করোনা আক্রান্ত

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: দুঃসময়ে পিছু ছাড়ছে না প্রয়াত সঙ্গীত পরিচালক ওয়াজিদ খানের বাড়িতে। কিডনি সংক্রমণে ভুগে মারা গিয়েছেন বলিউডের বিশিষ্ট সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান। ছেলেকে হারিয়ে শোকে পাথর মা। কিন্তু সেই শোকের রেশ কাটতে না কাটতে পরিবারে নেমে এল আরও এক বিপদ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রয়াত ওয়াজিদ খানের মা রাজিনা খান। ভর্তি করা হয়েছে হাসপাতালে।

জানা গিয়েছে, সম্প্রতি রাজিনা খানের করোনা টেস্ট হয়েছিল, এবং তা পজিটিভ এসেছে। এরপরেই তাঁকে চেম্বুরের সুরানা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তাঁর অবস্থা স্থীতিশীল। যদিও পরিবারের পক্ষ থেকে জানানো সুস্থ আছেন তিনি। তাঁর শরীরে করোনা পাওয়া গেলেও সেভাবে কোনও কোনও উপসর্গ ধরা পরেনি।

 

Related Articles

Back to top button
Close