ফের শোকস্তব্ধ ফুটবল দুনিয়া, প্রয়াত সেনেগালের ফুটবলার পাপা দিওপ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ২০২০ সালকে মনে রাখবে গোটা বিশ্ব। প্রাকৃতিক বিপর্যয় থেকে মৃত্যু মিছিলের এক ধ্বংসাত্মক খেলায় মেতেছে গোটা দুনিয়া। একের পর নক্ষত্ররা চলে যাচ্ছেন পৃথিবীর মায়া কাটিয়ে। কিছুদিনে আগে প্রয়াত হন ফুটবলের রাজপুত্র দিয়াগো মারাদোনা। তার পরেই ফের ধাক্কা ফুটবল দুনিয়ায়। প্রয়াত সেনেগালের ফুটবলার পাপা দিওপ। মাত্র ৪২ বছর বয়সেই চলেন গেলেন এই কিংবদন্তী। ভারতীয় সময় রবিবার গভীর রাতে জীবনাবসান হয় তাঁর। দীর্ঘদিন ধরে লিভারের অসুখে ভুগছিলেন এই ফুটবলার। সম্প্রতি একটি অস্ত্রোপচারও হয় তাঁর।
আরও পড়ুন: ক্রিকেটেও অব্যাহত সবুজ মেরুন দাপট, T20 ম্যাচে ইস্টবেঙ্গলকে ১ রানে হারাল মোহনবাগান
২০০২ বিশ্বকাপে পাপা বৌবা দিওপ –এর দক্ষতার কথা সকলে মনে রাখবে। প্রথম ম্যাচেই ১৯৯৮-এর ফ্রান্সকে পাপার গোলে হারিয়ে চমকে দিয়েছিল সেনেগাল। থিয়েরি অঁরি-ফ্যাবিয়ান বার্থেজদের মাঠ ছাড়তে হয়েছিল মাথা নিচু করে। কেবল ফ্রান্সের বিরুদ্ধেই নয়, ২০০২ বিশ্বকাপে উরুগুয়ের বিরুদ্ধে ৩-৩ অমিমাংসীত ম্যাচে দিওপের পা থেকে এসেছিল জোড়া গোল। শোকস্তব্ধ ফুটবল দুনিয়া।