করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বাবুল সুপ্রিয়’র মায়ের… শোকে ভেঙে পড়লেন সাংসদ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: মা’কে হারালেন আসানসোলের সাংসদ ও গায়ক বাবুল সুপ্রিয়। করোনা আক্রান্ত হয়ে মারা গেলে বাবুল সুপ্রিয়’র মা সুমিত্রা বড়াল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। বুধবার রাতে মৃত্যু হয় তাঁর। মাকে হারিয়ে শোকে পাথর কেন্দ্রীয় মন্ত্রী।
লকডাউনের সময়ে বাবা-মায়ের কাছে ছিলেন মন্ত্রী। সম্প্রতি বাবুল সুপ্রিয়’র বাবা ও মায়ের করোনা রিপোর্ট পজিটিভ আসে। দুজনকেই গুরুগ্রামে মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়। সাংসদের বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসলেও মাকে আর হাসপাতাল থেকে ফিরিয়ে আনতে পারলেন না মন্ত্রী।
আরও পড়ুন: ১০ বছরে কাজের মূল্যায়ণে তৃণমূল, রিপোর্ট কার্ড দফতর ধরে
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল সুমিত্রা বড়ালের। কিন্তু মাল্টি অর্গান ফেলিওরের খবর মেলে। বুধবার রাত ১০ নাগাদ প্রয়াত হন সুমিত্রাদেবী। মাকে হারিয়ে একটি শোকে ভেঙে পড়েছেন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী। একটি টুইটও করেছেন তিনি। পোস্টে তিনি লিখেছেন, ‘করোনা মাকে আমার কাছ থেকে ছিনিয়ে গেল’।