আজ কেন্দ্রীয় মন্ত্রীর হাত ধরে উদ্বোধন হল বহু প্রতীক্ষিত শিয়ালদহ মেট্রো স্টেশনের

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: সব জল্পনাকল্পনা থামিয়ে আজ সোমবার উদ্বোধন হল শিয়ালদহ মেট্রো স্টেশন। এদিন হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে ভার্চুয়ালি শিয়ালদহ মেট্রো স্টেশনের শুভ সূচনা করলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানি। এদিন তিনি ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা সম্প্রসারণের শুভ সূচনা করেন। তবে এদিনই এই স্টেশনে শুরু হচ্ছে না পরিষেবা৷ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ এই ৯ কিমি যাত্রাপথে চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করা হবে মেট্রো পরিষেবা।
এক সংক্ষিপ্ত ভাষণে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, যেভাবে মেট্রো রেলের কর্মীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে এই প্রকল্পকে সার্থক করেছেন তা ইতিহাস রচনা করেছে। বাংলার মানুষ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, আত্মনির্ভর ভারতের স্বপ্ন সফল করতে উল্লেখযোগ্য কাজ করছে ভারতীয় রেল। শিয়ালদহ এশিয়ার সবচেয়ে ব্যস্ত স্টেশন। এর সঙ্গে শহরের অন্যান্য অংশকে জুড়ে দেওয়ার সব চেষ্টাই করেছে কেন্দ্র। যে সল্টলেকে মেট্রো যাবে সেখানে আমার দাদুর বাড়ি। তাই সেই যাত্রার জন্য ফিতে কাটতে পেরে আমার খুব ভালো লাগছে। স্মৃতির বলেন, আমি বাংলার মেয়ে। বাগচী পরিবারের মেয়ে। তাই কলকাতার এই প্রকল্প উদ্বোধন আমার কাছে খুব গর্বের বিষয়।”