fbpx
কলকাতাহেডলাইন

আমফানে গাছের ক্ষয়ক্ষতি মাপতে স্বাস্থ্য পরীক্ষা করবে পুরসভা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আমফান ঝড় কার্যত ধ্বংসলীলা চালিয়েছে রাজ্যের উপর দিয়ে। এর ফলে বহু পূর্ণবয়স্ক গাছ উপড়ে গেলেও টিকে গেছে বহু গাছ। তবে সেই গাছগুলির কেমন আছে তার খোঁজ নিতে এবার সমীক্ষা শুরু করতে চলেছে কলকাতা পুরসভার উদ্যান বিভাগ।
আমফান ঝড়ে শহর কলকাতায় প্রায় ৫ হাজার গাছ উপড়ে পড়ে গেছে বলে জানিয়েছে প্রশাসন। এর পরেই তড়িঘড়ি গাছ লাগানোর কর্মসূচি নিয়েছে কলকাতা পুরসভা সহ বন দফতর। তবে এই প্রবল ঝড়ে ও বেশকিছু গাছ মাথা তুলে এখনো বেঁচে রয়েছে। তবে সেই গাছগুলি কেমন রয়েছে তাদের স্বাস্থ্যের অবস্থা কিরূপ তা জানতে স্বাস্থ্য পরীক্ষা শুরু করবে কলকাতা পুরসভার উদ্যান বিভাগ।
কলকাতা পুরসভার উদ্যান বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য দেবাশীষ কুমার জানিয়েছেন, ইতিমধ্যেই গাছগুলির ডাল ছাঁটাইয়ের কাজ শুরু করেছে কলকাতা পুরসভা৷ রাজ্যের বন দফতরের হিসেব অনুযায়ী, কলকাতা সহ পাশ্ববর্তী এলাকায় প্রায় ১২ হাজার গাছ নষ্ট হয়েছে। এই ১২ হাজার গাছের মধ্যে ১০ ও ৩ বছরের গাছই প্রায় ৯০ শতাংশ। ফলে ১১কোটি কার্বন ইউনিট ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে বন দফতর৷ সেই হিসেব অনুযায়ী গাছের অক্সিজেন লেভেল পুরনো জায়গায় নিয়ে আসতে রাজ্যে একটি গাছের বদলে ১০ টি গাছ রোপন করারও পরিকল্পনা নিয়েছে বনদফতর।

Related Articles

Back to top button
Close