fbpx
কলকাতাহেডলাইন

শহরে অবৈধ নির্মাণ হলেই বোরো ইঞ্জিনিয়ারদের শো কজ করবে পুরসভা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহর জুড়ে যত্রতত্র গজিয়ে উঠছে অবৈধ নির্মাণ। এবার এই অবৈধ নির্মাণ রুখতে বড় পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। কোনও এলাকায় অবৈধ নির্মাণ শৈলী তৈরি হলে সেক্ষেত্রে ওই এলাকার বোরো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে শো কজ করবে পুরসভা। এমনটাই জানিয়েছেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম।

দেখা যায় কোনও এলাকায় নির্মাণ কার্য হলে ওই নির্মাণ কার্যের নজরদারির দায়িত্বে থাকেন বোরো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এবার থেকে যদি দেখা যায় পুরসভার অধিনস্ত এলাকার কোথাও যদি অবৈধ নির্মাণ হয় আর তা যদি বরো ইঞ্জিনিয়ারের চোখ এড়িয়ে যায় তবে সেক্ষেত্রে ওই ইঞ্জিনিয়ারকে শো কজ করা হবে। এমনকি যদি তদন্তে দেখা যায় ওই অবৈধ নির্মাণের পেছনে কোনোও ভাবে বরো ইঞ্জিনিয়ার জড়িয়ে রয়েছে তাহলে তৎক্ষণাৎ সেই ইঞ্জিনিয়ারকে বহিষ্কার করা হবে।

এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানান, “তদন্ত করে যদি দেখা যায় অবৈধ নির্মাণের পেছনে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারা জড়িত রয়েছেন তাহলে ইঞ্জিনিয়ারদের সাসপেন্ড করা হবে । সেই সঙ্গে পৌরনিগম অবৈধ নির্মাণ ভেঙে দেবে ।”

Related Articles

Back to top button
Close