তৃণমূলের বিরুদ্ধে গর্জে উঠল নদীয়া জেলা কংগ্রেস

শ্যামল কান্তি বিশ্বাস, কৃষ্ণনগর: অধীর রঞ্জন চৌধুরীকে পুনরায় প্রদেশ কংগ্রেস সভাপতির পদে ফিরিয়ে আনায় স্বভাবতই এ রাজ্যের কংগ্রেস কর্মীরা এখন বেশ চাঙ্গা। প্রদেশ কংগ্রেস নেতৃত্বে, ঘোর মমতা বিরোধী অধীর বাবুর প্রত্যাবর্তনে খুশি রাজ্যের সর্বস্তরের কংগ্রেস কর্মী সহ অরাজনৈতিক জনগন। সংসদ কক্ষে অধীর বাবুর লড়াকু রাজনৈতিক ইমেজই রাজ্যের মানুষের বেশি পছন্দ।
[আরও পড়ুন- মর্মান্তিক…মোমবাতি থেকে বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু ২ বছরের শিশুর, অগ্নিদগ্ধ আরও তিন]
তাছাড়া করোনা আবহে লকডাউন বলবৎ হওয়ার পর থেকেই পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনার ক্ষেত্রে অধীর বাবুর আপসহীন আন্দোলন, রাজ্যের কংগ্রেস দলটিকে অনেকটাই মাইলেজ দিয়েছে। অধীর বাবু, প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে দায়িত্ব গ্ৰহণের পর থেকেই জেলায় জেলায় কংগ্রেস কর্মী সমর্থকেরা বিজয়োল্লাস সহ নিজেদের শক্তি পরীক্ষার জন্য মাঠে নেমে পড়েছে।
কৃষ্ণনগর শহরে নদীয়া জেলা কংগ্রেসের ডাকে কৃষ্ণনগর টাউন হল মাঠে এক সুবিশাল জমায়েত সহ পরিযায়ী শ্রমিকদের নৈতিক দাবি সহ অধিকার আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচি পালন করে। রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি সহ পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত এক স্মারকলিপি, কৃষ্ণনগরের মহকুমা শাসককে প্রদান করে আন্দোলন কারীদের এক প্রতিনিধি দল।