কুদসে জন্মগ্রহণকারীদের পাসপোর্টে ইজরাইলের নাম, প্রতিবাদে ফিলিস্তিন

ওয়াশিংটন ও রামাল্লাহ, (সংবাদ সংস্থা): জেরুজালেমখ্যাত ফিলিস্তিনি নগরী বায়তুল মুকাদ্দাসে জন্মগ্রহণকারী মার্কিন নাগরিকদের ‘জন্মস্থান’ হিসেবে ফিলিস্তিন বা ইজরাইল কোনো নামই লেখা হতো না। কিন্তু, মার্কিন বিদেশ মন্ত্রী মাইক পম্পেও বৃহস্পতিবার ঘোষণা করেন, বায়তুল মুকাদ্দাসে জন্মগ্রহণকারী মার্কিন নাগরিকরা তাদের পাসপোর্টে জন্মস্থান হিসেবে ‘ইজরাইল’ নামটি উল্লেখ করতে পারবে। পম্পেওর এই ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিন। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ বিষয়টিকে ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছে।
ফিলিস্তিনি স্বশাসন কতৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রাদিনা শুক্রবার বলেছেন, ‘বায়তুল মোকাদ্দাসে (জেরুজালেম) জন্মগ্রহণকারী মার্কিন নাগরিকদের পাসপোর্টে তাদের জন্মস্থান হিসেবে ইরাইলের নাম উল্লেখ করা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।’ এদিকে ফিলিস্তিনের রাজনৈতিক দল হামাসের মুখপাত্র হাজেম কাসেম এ ঘটনাকে ‘ইতিহাস বিকৃতি’ ও ‘সত্যের অপলাপ’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ‘মার্কিন সরকার কুদস দখলদার ইজরাইল সরকারকে পৃষ্ঠেপাষকতা দিয়ে শুধু ফিলিস্তিনি জাতির অধিকারই লঙ্ঘন করেনি, সেইসঙ্গে প্রমাণ করেছে আরব দেশগুলোর রাজা-বাদশাহদেরও বিন্দুমাত্র তোয়াক্কা করে না ওয়াশিংটন।’