fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ তালিকায় ভুয়ো নাম! প্রতিবাদে বিজেপির বিক্ষোভ

পাপ্পা গুহ, উলুবেড়িয়া: আমফান ঝড়ে ক্ষতিগ্রস্থদের তালিকায় ভুয়ো নাম ঢোকানোর পাশাপাশি ক্ষতিপূরণের অর্থ আত্মসাৎ করার প্রতিবাদে শুক্রবার দুপুরে বিজেপির হাওড়া গ্রামীণ জেলার পাঁচলা মন্ডলের পক্ষ থেকে পাঁচলা বিডিও অফিসে ডেপুটেশন দেওয়া হল। এদিন বৃষ্টি উপেক্ষা করেই কয়েকশো বিজেপি কর্মী বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে শামিল হন।

বিজেপি নেতৃত্বের অভিযোগ আমফান ঝড়ে যে স্থানীয় পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি থেকে ক্ষতিগ্রস্থদের যে তালিকা তৈরি করা হয়েছে এবং যাদের ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছে তাদের ঘরের কোনও ক্ষতি হয়নি এমনকি ক্ষতিগ্রস্থ পান বরোজের তালিকায় যাদের নাম আছে তাদের অনেকের কোন পান বরোজও নেই। বিজেপি নেতৃত্বের অভিযোগ সরকারি টাকা তৃণমূল নেতাদের দেওয়ার প্রতিবাদে আমরা আজ এই ডেপুটেশন দিলাম।

অন্যদিকে বিজেপির এই ডেপুটেশন সর্ম্পকে বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সহ সভাপতি ভবানী প্রসাদ রায় জানান, আমাদের দাবি যাদের ঘরের কোনও ক্ষতি হয়নি তাদের থেকে টাকা ফেরৎ নেওয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, পান বোরোজের যে তালিকা তৈরি করা হয়েছে সেটা ও তদন্ত করে দেখে ভুয়ো ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের টাকা দেওয়া বন্ধ করতে হবে, পঞ্চায়েত সমিতির যে সদস্যরা এই তালিকা তৈরির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

এদিন ভবানী প্রসাদ রায় জানান, আমরা আগামী এক সপ্তাহের মধ্যে ভুয়ো ক্ষতিগ্রস্থদের নামের তালিকা বিডিও এর কাছে জমা দেওয়ার পাশাপাশি সরকারি টাকা নয়ছয়ের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাবো। ঘূর্ণিঝড়ে প্রকৃত ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের দাবি জানান বিজেপি হাওড়া গ্রামীণ জেলার সহ সভাপতি ভবানী প্রসাদ রায়।

Related Articles

Back to top button
Close