fbpx
গুরুত্বপূর্ণদেশবিজ্ঞান-প্রযুক্তিহেডলাইন

ইসরোর নতুন চেয়ারম্যান হচ্ছে্ন রকেট বিজ্ঞানী এস সোমানাথ

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ ইসরোর নতুন চেয়ারম্যান হচ্ছে্ন  রকেট বিজ্ঞানী এস সোমানাথ। ইসরোর প্রধানে কে শিভনের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন রকেট সায়েন্টিস্ট এস সোমানাথ। ইসরোর দশম চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন তিনি। রকেট সায়েন্টিস্ট এস সোমানাথ একজন লঞ্চ ভেহিক্যাল স্ট্রাকচারাল সিস্টেম, স্ট্রাকচারাল ডাইনামিকস, মেকানিজম, পাইরো সিস্টেম এবং লঞ্চ ভেহিকেল ইন্টিগ্রেশন বিশেষজ্ঞ। কেন্দ্রীয় সরকার বুধবার সিনিয়র রকেট বিজ্ঞানী এস সোমনাথকে ইসরো পরবর্তী প্রধান হিসাবে নিযুক্ত করেছে। ২০১৮ সালের গত ২২ জানুয়ারি থেকে বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন রকেট সায়েন্টিস্ট এস সোমানাথ।

এস সোমনাথ কোল্লামের টিকেএম কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন। পরবর্তীতে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স,থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর। ১৯৮৫ সালে বিক্রম সারাভাই স্পেস সেন্টারে যোগ দেন। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত জিএসএলভি এম কে- III (GSLV Mk-III) এর প্রোজেক্ট ডিরেক্টর দায়িত্ব সামলেছেন। এছাড়াও বিক্রম সারাভাই স্পেস সেন্টারে কাঠামোর ক্ষেত্রে ডেপুটি ডিরেক্টরের দায়িত্ব সামলেছেন। একইসঙ্গে ‘প্রপালশন এবং স্পেস অর্ডিন্যান্স’-এর ডেপুটি ডিরেক্টরও ছিলেন তিনি।

এস সোমনাথ ১৯৬৩ সালের জুলাইতে জন্মগ্রহণ করেন। কেরল বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর স্নাতক তিনি। বিশ্ববিদ্যালয়ে তিনি দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স থেকে ইঞ্জিনিয়ারিং-এর ডিগ্রি পেয়েছেন। সেখানে তিনি স্বর্ণপদকও পান। তিনি ইসরো থেকে GSLV Mk-3র জন্য অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি অব ইন্ডিয়া পারফরম্যান্স অক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৪ ও টিক একেলেন্স  অ্যাওয়ার্ড -২০১৪ থেকে স্পেস গোল্ড সম্মান পেয়েছেন।

এস সোমনাথ হাই-থ্রাস্ট সেমি ক্রায়োজেনিক ইঞ্জিন তৈরির সঙ্গে যুক্ত ছিলেন। এটি দ্রুত হার্ডওয়্যার উপলব্দি ও পরীক্ষা পদ্ধতি তৈরি করেছিল। চন্দ্রযান-২এর ল্যান্ডিং ক্রাফটের জন্য থ্রোটেবল ইঞ্জিন তৈরি করা ও GSAT9 এর বৈদ্যুতিক প্রপালশন সিস্টেমের প্রথম সফল ফ্লাইট তৈরির কৃতিত্বের দাবিদার।

Related Articles

Back to top button
Close