পর্ষদের নতুন সভাপতি হলেন রামানুজ গঙ্গোপাধ্যায়, সরিয়ে দেওয়া হল কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: পর্ষদের নতুন সভাপতি হলেন রামানুজ গঙ্গোপাধ্যায়। রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। এতদিন পর্যন্ত পর্ষদের সভাপতি ছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তার স্থানে স্থলাভিষিক্ত হলেন রামানুজ গঙ্গোপাধ্যায়।
গত ২১ জুন পর্ষদের সভাপতি হিসেবে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের কার্যকালের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় জড়ায় কল্যাণময়ের নাম। সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখেও পড়েন তিনি। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার পরেই নবান্ন থেকে তাকে সরিয়ে দেওয়া হল।
২০১২ সাল থেকে মধ্যশিক্ষা পর্ষদ চলছিল অ্যাডহক কমিটির ভিত্তিতে। গত ২১ জুন গোটা পর্ষদেরই মেয়াদ শেষ হয়ে যায়। এদিন রাজ্য শিক্ষা দফতর যে নতুন পর্ষদ গঠন করল তারও মেয়াদ এক বছরের। সভাপতি ছাড়াও আরও আটজন সদস্য রয়েছেন নতুন পর্ষদে। ২০১২ সালে আইন করেই অ্যাডহক কমিটিকে বৈধতা দেওয়া হয়েছে।
এর আগে বাম জমানায় দীর্ঘ প্রায় ১০ বছর ধরে কেউ পর্ষদ সভাপতি ছিলেন না। সেদিক দিয়ে ১০ বছর ধরে টানা পর্ষদ সভাপতি থাকার নজির তৈরি করেছেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়।