fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

দেশের পরবর্তী সিডিএস লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: গত বছরের এক অভিশপ্ত চপার দুর্ঘটনা প্রাণ কেড়েছিল দেশের প্রধান সিডিএস, সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের। সেই চপারে তার সঙ্গে থাকা সেনা আধিকারিকদেরও মৃত্যু হয়। রাওয়াতের সঙ্গে প্রাণ হারান তার স্ত্রী মধুলিকা রাওয়াত। রাওয়াতের প্রয়াণের পর এতদিন পদটি শূন্য ছিল। এবার সেই পদের বসবেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। দেশের পরবর্তী সেনা সর্বাধিনায়ক হিসেবে তাঁর নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। বুধবার এক বিবৃতি দিয়ে এই তথ্য জানানো হয়। সামরিক বাহিনীর তিনটি বিভাগের পরিষেবাকে এক জায়গায় আনতে এই পদটি তৈরি করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রের মোদি সরকার।

প্রায় ৪০ বছর ভারতীয় সেনার বিভিন্ন পদে কাজ করেছেন জেনারেল চৌহান। উত্তর-পূর্ব ভারত এবং কাশ্মীরে সন্ত্রাস দমনে বিশেষজ্ঞ হিসাবে অনিল চৌহানের যথেষ্ট পরিচিতি রয়েছে সামরিক বাহিনীতে। অবসর নেওয়ার পরেও চৌহান জাতীয় নিরাপত্তা বিষয়ে অবদান রেখেছিলেন। সেনাবাহিনীতে তাঁর অবদানের জন্য তিনি পরম বিশেষ সেবা পদক, উত্তম যুদ্ধ সেবা পদক, অতি বিশেষ সেবা পদক, সেনা পদক এবং বিশেষ সেবা পদক পেয়েছেন।

 

 

Related Articles

Back to top button
Close