
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সময়ের সঙ্গে পাল্লা দিয়েই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। যে গতিতে সংক্রমিতের সংখ্যা বাড়ছে তাতে চলতি মাসের শেষ সপ্তাহেই আক্রান্তের সংখ্যা পাঁচ লাখের গণ্ডি ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা । দেশে বৃহস্পতিবার রাত বারোটা পর্যন্ত মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮১ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে। নতুন করে আরও প্রাণ হারিয়েছেন ৩৪২ জন। যার ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৬০৪ জনে। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৫ হাজার ১৮২ জন। সক্রিয় করোনা রুগীর সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ৩০৫ জন। যার মধ্যে আশঙ্কাজনক ২,৩০০ জন।
আরও পড়ুন: চিনকে কড়া জবাব দিতে মোদির পাশে রয়েছে গোটা দেশ: শিবসেনা
দেশের মধ্যে সবচেয়ে শোচনীয় হাল মহারাষ্ট্রের। রাজ্য সংক্রমণে নতুন-নতুন রেকর্ড গড়ছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে ৩,৭৫২ জনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,২০,৫০৪ জনে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৭৫১ জনে। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬০ হাজার ৮৩৮ জন। মহারাষ্ট্রের পাশাপাশি রাজধানী দিল্লিতেও মারণ ভাইরাসের সংক্রমণকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিজে কোমর কষে ঝাঁপিয়েছেন। গত ২৪ ঘন্টায় সংক্রমণের নয়া রেকর্ড তৈরি হয়েছে রাজধানীতে। একদিনে আক্রান্ত হয়েছেন ২,৮৭৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছুঁইছুঁই।