fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

দেশে করোনা সংক্রমণের সংখ্যা উর্দ্ধমুখী, আক্রান্তের সংখ্যা পৌঁছল ৬২ লক্ষ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: দেশে ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কমার কোনই চিহ্ন নেই। ফলত মানুষের মধ্যে আতঙ্ক, উদ্বেগ করোনার গ্রাফের সঙ্গে বেড়েই চলেছে। মঙ্গলবার রাত বারোটা পর্যন্ত নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭৬ হাজার ২০৫ জনে। যার ফলে দেশে আক্রান্তের সংখ্যা ৬২ লক্ষের গণ্ডি পেরিয়ে গিয়েছে। পাশাপাশি মৃতের সংখ্যা ফের হাজারের গণ্ডি পার করেছে। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৭ হাজার জন।

দেশে ৭৬ হাজার ২০৫ জনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত করা হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬২ লক্ষ ২১ হাজার ৪৯৭ জনে। করোনার ছোবলে প্রাণ ঝরেছে আরও এক হাজার ৯৯ জনের। এ নিয়ে মারণ ভাইরাসের বলি হলেন ৯৭ হাজার ৪১৭ জন।

আরও পড়ুন: নিউটাউনে শুরু হল অ্যাপ বেসড পাবলিক সাইকেল পরিষেবা

ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন।তবে তাঁর স্ত্রী ঊষা নাইডুর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। করোনায় আক্রান্ত উমা ভারতী। হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

করোনা সংক্রমণের শীর্ষ তালিকায় রয়েছেন মহারাষ্ট্র। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৯৭৬ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ লক্ষ ৬৬ হাজার ১২৯ জনে। বেড়েছে মৃত্যুর সংখ্যা। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ১৮১ জনে।

Related Articles

Back to top button
Close