বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, হিমাচলপ্রদেশে নাইট কার্ফু জারি

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এবার নাইট কার্ফু জারি করার সিদ্ধান্ত নিল হিমাচলপ্রদেশ সরকার। ডিসেম্বরেও স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল সেই রাজ্যের প্রশাসন। জানা গিয়েছে যে, ২৪শে নভেম্বর থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত নাইট কার্ফু জারি থাকবে। এরাগেও গুজরাত, মধ্যপ্রদেশ, রাজস্থানে নাইট কার্ফু জারি হয়েছিল। এবার সেই পথেই হাঁটল হিমাচল প্রদেশ সরকার। রাস্তায় হেঁটে এবার নাইট কার্ফু জারির সিদ্ধান্ত নিল হিমাচল প্রদেশ। সেই রাক্যে করোনার গ্রাস ক্রমশ বেড়ে যাওয়ায় ৪টি জেলায় নাইট কার্ফু জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ৪ জেলা হল সিমলা, মান্ডি, কাংড়া, কুল্লু। রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত নাইট কার্ফু জারি করা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- উত্তেজনা… ডোকলাম থেকে ৭ কিমি দূরে চিনা বাঙ্কার! উপগ্রহ চিত্রে ধরা পড়ল ছবি
করোনা মোকাবিলায় সেই রাজ্যের মন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর। এই বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে যে, ৩১শে ডিসেম্বর পর্যন্ত সরকারি অফিসগুলিতে ৫০ শতাংশ হাজিরা দিতে হবে। যাঁরা মাস্ক পরবেন না, ধরা পড়লে ১০০০ টাকা জরিমানা ধার্য করা হবে। যে কোনও সামাজিক, রাজনৈতিক জমায়েতে ২০০ জনের বেশি থাকতে পারবে না। উল্লেখ্য, করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে হিমাচল প্রদেশে। রাজ্যে মোট মৃত্যু হয়েছে ৫৪৭ জনের। তার মধ্যে ২৩৫ জনের মৃত্যু হয়েছে নভেম্বরেই। রাজ্যে বেশিরভাগ স্কুলই খুলেছে পয়লা নভেম্বর। তবে সংক্রমণের কারণ সেগুলি বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার।