fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণহেডলাইন

মিলছে না স্বস্তি … বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ১১ লাখ পার করল

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে নয়। সংক্রমণ কখনও উর্দ্ধমুখী আবার কখনও নিম্নমুখী। অবস্থা আয়ত্ত্বে নয়। আর এই অবস্থাই ভাবিয়ে তুলছে চিকিৎসক থেকে সাধারণ মানুষকে। শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ১১ লাখ ছাড়িয়ে গেল।
মৃত্যুর সংখ্যা ১১ লাখ ২ হাজার ৯৪১ জন। আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৯১ লাখ ৭৫ হাজার ৪৬২ জন। সুস্থ’র সংখ্যা ২ কোটি ৯৩ লাখ ৭৮ হাজার ৭৩৯ জন।

আরও পড়ুন:সঙ্কট না কাটলেও, সুস্থতার পথে ফেলুদা

যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যের ভিত্তিতে জানা গেছে, সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১০ লাখ ৯৭ হাজার ১৮৯ জনের। এদের মধ্যে প্রায় অর্ধেক মারা গেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতে। করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সবচেয়ে এগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার পর রয়েছে ব্রাজিলের নাম।

Related Articles

Back to top button
Close