
যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ যোগী আদিত্যনাথ। পরনে গেরুয়া পোশাক। কড়া ধাঁচের প্রশাসক। উত্তরপ্রদেশের নারী সুরক্ষা থেকে করোনায় মৃতদের গঙ্গায় লাশ ভাসিয়ে দেওয়া নিয়ে কম কথা শুনতে হয়নি তাকে। বিরোধীদের কাছে তাকে শুনতে হয়েছে, তিনি যোগী নন, আসলে যোগীর বেশে ভোগী। কিন্তু গতকাল সব বিরোধীদের তোপের মুখে শুধু একটাই জবাব ছিল যোগীর ভোটের সংখ্যা। ১ লক্ষ ২ হাজার ভোটে জয়ী হয়েছেন তিনি।
২০১৭ সালে যখন যোগী আদিত্যনাথকে অপ্রত্যাশিত ভাবে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছিল, তখন অনেকেই অবাক হয়েছিলেন ৷ ২০২২-এ উত্তর প্রদেশের রায় বুঝিয়ে দিল, সঠিক সিদ্ধান্তই নিয়েছিল দল।
যোগী আদিত্যনাথ ভারতীয় রাজনীতিতে হারিয়ে যাওয়ার জন্য নয়, থাকার জন্যই এসেছেন৷ জিতে যোগীর ট্যুইট, ‘‘এই জয় লোকতন্ত্রের জয়…৷’’
যোগী আদিত্যনাথ এদিন বলেন ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুযোগ্য নেতৃত্বের গুণেই জাতীয়তাবাদ, উন্নয়ন ও সুশাসনের মডেলকে দু’হাত ভরে আশীর্বাদ করেছেন উত্তরপ্রদেশের মানুষ। তারই ফল এমন বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয় বার সরকার গড়ার সুযোগ পাওয়া।’’
বৃহস্পতিবার বিকেলে বিজেপির জয় নিশ্চিত হওয়ার পর প্রায় ১৭ মিনিটের বক্তৃতায় যোগীর মুখে মোদীর বার বার শোনা গেছে। প্রধানমন্ত্রীকে বারবার অভিনন্দন জানানোর পাশাপাশি ভাষণে তিন বার ‘জয় শ্রীরাম’ বলেন যোগী আদিত্যনাথ ৷ ভোটে নিজের আসনে লক্ষাধিক ভোটে জিতে লখনউয়ে বিজেপি-র দফতরে এসে যোগী আদিত্যনাথ ভাসলেন গেরুয়া, লাল, সবুজ আবিরে। উত্তরপ্রদেশে লখনউয়ের মসনদে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন যোগী আদিত্যনাথ। ৩৭ বছর বাদে উত্তর প্রদেশের কুর্সিতে কোনও একজন মুখ্যমন্ত্রী পরপর দু’বার দায়িত্ব নিতে চলেছেন ৷