সালানপুরে ট্রেনে কাটা পড়ে মৃত এক বৃদ্ধ
শুভেন্দু বন্দোপাধ্যায়, আসানসোল: রেললাইন পার করার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক বৃদ্ধর। ঘটনাটি ঘটেছে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের সালানপুরে। সালানপুর থানার নুনিয়া পাড়ার বাসিন্দা মৃত বৃদ্ধর নাম লালদেব নুনিয়া (৬৮)।
রেল পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সালানপুরে রেললাইন পার করছিলেন বৃদ্ধ লালদেব নুনিয়া। সেই সময় তিনি কোন ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শনিবার সকালে আসানসোল জেলা হাসপাতালে বৃদ্ধর মৃতদেহর ময়নাতদন্ত হয়।
আরও পড়ুন: বিজেপি ফ্রন্ট রানার, তৃণমূল সেকেন্ড রানার, এটাই একুশের ভবিষ্যৎ
অন্যদিকে, গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক চালকের। ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটিতে। কুলটি থানার ঝালবাগানের বাসিন্দা মৃত বাইক চালকের নাম সঞ্জয় রায় (৪১)।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে সঞ্জয় রায় মোটরবাইক করে বাড়ির দিকে যাচ্ছিলো। কুলটির রাস্তায় একটি গাড়ি তাকে ধাক্কা মারে। আহত অবস্থায় তাকে দূর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে, শনিবার সকালে সেখানে তার মৃত্যু হয়।