fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

উপরাষ্ট্রপতি পদে বিরোধী শিবিরের মনোনীত প্রার্থী রাজস্থানের প্রাক্তন রাজ্যপাল মার্গারেট আলভা

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজস্থানের প্রাক্তন রাজ্যপাল মার্গারেট আলভার নাম ঘোষণা করল বিরোধী শিবির। এনসিপি প্রধান শরদ পওয়ার রবিবার এই ঘোষণা করেছেন। উপরাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম ঠিক করতে বৈঠকে বসেছিলেন ১৭টি বিরোধী দল। তবে এই বৈঠকে উপস্থিত ছিল না তৃণমূল এবং আম আদমি পার্টির কোনও প্রতিনিধি।

শনিবার এনডিএ উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনকরের নাম ঘোষণা করে। নিয়মমতো বাংলার রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। আপাতত বাংলার অতিরিক্ত দেওয়া হয়েছে ত্রিপুরার রাজ্যপাল মণিপুরের রাজ্যপাল লা গণেশনকে।

আগামী ৬ আগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচন। সেই দিনই দুই যুযুধান শিবিরের মনোনীত প্রার্থী হয়ে লড়বেন জগদীপ ধনকর ও মার্গারেট আলভা।

মার্গারেট আলভা মূলত কংগ্রেস নেত্রী হিসেবে পরিচিত। তিনি উত্তরাখণ্ড, রাজস্থান ও গুজরাটের রাজ্যপাল ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন । এছাড়া ৫ বারের সাংসদও।

মার্গারেট আলভার জন্ম কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে। আইন নিয়ে পড়াশোনার পর তা নিয়েই কেরিয়ারের পথে এগিয়েছিলেন। ১৯৬৯ সালে রাজনীতিতে যোগ দেন। কংগ্রেসের ‘হাত’ ধরে তাঁর রাজনৈতিক পথচলা শুরু। কর্ণাটক প্রদেশ কংগ্রেসের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। চারবার রাজ্যসভার সাংসদ ও একবার লোকসভার সাংসদ হন। ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও। এছাড়াও মার্গারেট আলভা উত্তরাখণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল হিসেবে গুরু দায়িত্ব পালন করেন।

 

Related Articles

Back to top button
Close