এই বিশেষ ব্লাড গ্রুপের অধিকারীদের করোনা কাবু করতে পারবে না সহজে… বলছে সমীক্ষা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বিশ্বের সর্বত্র চর্চিত একটি নাম করোনা ভাইরাস। যা প্রতিদিন নিত্য নতুনভাবে ভাবিয়ে তুলছে দেশের প্রধান থেকে প্রতিটি কোণায় থাকা মানুষকে। লকডাউন, আংশিক লকডাউন কোনও কিছুতেই আটকানো যাচ্ছে না করোনার দাপট। তবে এর মধ্যেই কিছুটা হলেও খুশির খবর, করোনা সুরক্ষা দিতে ঢাল ব্লাড গ্রুপ। গবেষনায় উঠে সামনে এল এমনই চাঞ্চল্যকর তথ্য।
রিসার্চে প্রকাশ, O ব্লাড গ্রুপের অধিকারীরা অনেক কম হারে করোনা সংক্রামিত হয়। সেই তুলনায় A ব্লাডগ্রুপের ব্যক্তিদের করোনা সংক্রামিত হওয়ার আশঙ্কা বেশি।
আরও পড়ুন:ভারী বর্ষণের জেরে বিপর্যস্ত হায়দরাবাদ.. জলের তোড়ে ভেসে গেল একই পরিবারের ৯ জন
বিশেষজ্ঞদের কথায় করোনা কার শরীরে করোনা কি প্রভাব ফেলবে, তা ওই ব্যক্তির শারীরিক পরিস্থিতির ওপর নির্ভর করে।
A, B এবং AB গ্রুপের ব্যক্তিরা যদি করোনায় আক্রান্ত হন, তবে তাঁদের শারীরিক জটিলতা অনেক বেশি হতে পারে। কেন এক একজনে শরীরে এক এক রকম জটিলতা তৈরি হবে, সেই ব্যপারে এখনও কোনও কিছু নির্দিষ্টভাবে জানাননি গবেষকরা। ২৭ ফেব্রুয়ারি থেকে ৩০ জুলাই পর্যন্ত করা এই রিসার্চকে বেশ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি করোনা ভাইরাসের পুনরুৎপাদন ঠেকানো সম্ভব হবে বলে দাবি করেছেন গবেষকরা।