শীতের আমেজ, মিঠে রোদ গায়ে মেয়ে বাগদেবীর আরাধনায় বঙ্গবাসী

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ আজ বাগদেবীর আরাধনায় গোটা বঙ্গ। গতকাল সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার। আর তার সঙ্গে সঙ্গে ছিল বঙ্গবাসীর মুখ ভার। কিন্তু আবহাওয়া দফতরের বার্তা পরে বঙ্গ জীবনে কিছুটা হলেও মেলে স্বস্তি। আজ সকাল থেকেই তাই বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় মেতেছে কচি কাঁচা থেকে সাধারণ মানুষ। এদিকে রয়েছে শীতের আমেজ।
একধাক্কায় নেমেছে ৪ ডিগ্রি পারদ। কাজেই আজ একদিকে শীত, আর অন্যদিকে বাগদেবীর আরাধনা দুইয়ে মিলিয়ে আজ ডবল খুশি বঙ্গে। তবে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম জেলায় আজ পুজোর দিনেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও আজ বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টি। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকেই ছন্দে ফিরবে শীত। অন্তত এমনটাই বলছে হাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত রবিবার থেকে ছন্দে ফিরবে শীত। ফের শুষ্ক হবে পরিবেশ। রবিবার রাত থেকেই ফের পারদ পতন শুরু হবে। রবি ও সোমবার একধাক্কায় ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। যার জেরে ফিরবে শীতের আমেজ। তবে শীতের ব্যাটিং কতদিন চলবে সে সম্পর্কে কিছু জানাননি আবহবিদরা।