পশ্চিমবঙ্গহেডলাইন
অনিন্দিতার সাজা ঘোষণার আগে ফাঁসির আর্জি স্বেচ্ছাসেবী সংগঠনের, উত্তাল কোর্ট চত্ত্বর

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: দোষী অনিন্দিতার ফাঁসির দাবিতে বারাসাত কোর্ট চত্ত্বরে ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট বিক্ষোভ দেখায়।
[আরও পড়ুন- গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম চত্ত্বরে আগুন, দমকল দেরিতে আসায় ক্ষতি ১০-১৫ লক্ষ টাকার]
বুধবারই দোষীসাব্যস্ত অনিন্দিতার সাজা ঘোষণা হওয়ার কথা। তার আগে বারাসাত কোর্ট চত্ত্বরে অনিন্দিতার ফাঁসির দাবিতে বিক্ষোভ করে ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট। তাদের দাবি দোষীদের কোন লিঙ্গ ভেদাভেদ হয় না। সম দোষে দুষ্ট পুরুষকে ফাঁসি দেওয়া হচ্ছে। তবে একজন মহিলার ক্ষেত্রেও দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক। অনিন্দিতার ফাঁসি চাই জানিয়ে বারাসাত কোর্ট চত্বরে কিছু সময় চলে বিক্ষোভ কর্মসূচি।