fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বাংলাদেশি কুখ্যাত দুষ্কৃতী পুলিশ জালে

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: বসিরহাট পুলিশ জেলার বড়সড় সাফল্য, বাংলাদেশি কুখ্যাত দুষ্কৃতী গ্রেফতার। বছর ৪৫-এর বিল্লাল আহমেদ গত ৬ বছর ধরে বসিরহাট মহকুমা স্বরূপনগর সীমান্তের হাকিমপুরে ভুয়ো নাম পরিচয় দিয়ে বৈধ কাগজপত্র ছাড়াই এদেশে ঘাঁটি গেড়েছিল। এই দুষ্কৃতীর বিরুদ্ধে বাংলাদেশের সাতক্ষীরা সদর থানা এলাকায় একাধিক খুন, ছিনতাই, রাহাজানি, এলাকায় আতঙ্ক তৈরি করার বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। ওই বাংলাদেশের দুষ্কৃতী পুলিশের জেরায় স্বীকার করেছে।

আরও পড়ুন: বিজেপির সঙ্গে বিরোধিতা নয়, নীতিশের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে এনডিএ ছাড়লেন চিরাগ পাসোয়ান

গতকাল রবিবার রাতে বসিরহাট ইছামতী ব্রিজ সংলগ্ন স্থানে থেকে বসিরহাট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুরেন্দ্র সিংয়ের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে তাকে পাকড়াও করে। কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি ওই বাংলাদেশি। গত ছয় বছর কী করে এদেশে আত্মগোপন করে ছিল সেটাও তদন্ত করে দেখছে পুলিশ। পাশাপাশি একাধিক ভুয়ো নাম ব্যবহার করত বিল্লাল আহমেদ, তার আসল নাম কি সেটাও তদন্ত করছে পুলিশ। পাশাপাশি নাশকতার সঙ্গে যুক্ত আছে কিনা সেটাও খতিয়ে দেখছে বসিরহাট থানার পুলিশ। আজ সোমবার ধৃত দুষ্কৃতীকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন আদালতের কাছে, বসিরহাট থানার পুলিশ

Related Articles

Back to top button
Close