বড়সড় ডাকাতির চেষ্টা রুখে দিল পুলিশ

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: হাতেনাতে পাকড়াও ৭ ডাকাত। উদ্ধার হল চারচাকা বলেরো ম্যাক্স গাড়ি, ডাকাতি করার সরঞ্জাম। বসিরহাট মহাকুমার বাদুড়িয়া থানা তারাগুনিয়া এলাকার ঘটনা। বুধবার ভোররাতে একটি চারচাকা ম্যাক্স গাড়ি নিয়ে সশস্ত্র ৭ জন দুষ্কৃতী এলাকায় ডাকাতি করার জন্য জড়ো হয়েছিল। সেইসময় বাদুড়িয়া থানার পুলিশ আধিকারিক অনিল সাউ এর নেতৃত্বে পুলিশের গাড়ি পেট্রোলিং করছিল রাস্তায়। পুলিশের সন্দেহ হয় ফাঁকা মাঠে ৭ জন মানুষ ঘোরাফেরা করছে। সেইসময় পুলিশ তাঁদেরকে জিজ্ঞাসা করতেই ধরা পড়ে যায়। তাদেরকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ।
আরও পড়ুন- দুঃস্থ মেধাবীদের পাশে বিশ্বপ্রেমিক সংঘ
তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি চারচাকা ম্যাক্স গাড়ি, ভোজালি, লোহার রড, স্ক্রু-ড্রাইভার গ্যাস কাটার সহ ডাকাতি করার বেশকিছু সরঞ্জাম। এইসব দুষ্কৃতীর বাড়ি বসিরহাট বাদুড়িয়া সরুপনগর বিভিন্ন থানা এলাকায়।
এদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় সমাজবিরোধী কাজের অভিযোগ যেমন ডাকাতি, ছিনতাই, খুন, রাহাজানির মতো একাধিক অভিযোগ রয়েছে পুলিশের খাতায়।