
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আনলক ৫ এ সিনেমা হল খোলা নিয়েও যুযুধান কেন্দ্র ও রাজ্য। ১ অক্টোবর থেকে রাজ্যে সিনেমা হল খোলার মুখ্যমন্ত্রীর ঘোষণাকে কটাক্ষ কেন্দ্রীয় বন পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় তিনি বলেছেন ‘ টেক্কা দেওয়ার রাজনীতি।’ প্রসঙ্গত কেন্দ্রীয় সরকার আনলক ৫ এ আগামী ১৫ অক্টোবর থেকে অন্যান্য ছাড়ের সঙ্গে সিনেমা হল খোলার নির্দেশিকা জারি করেছে। কিন্তু কেন্দ্রীয় নির্দেশিকা জারির আগেই মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে ঘোষণা করেছেন, ১ অক্টোবর থেকে রাজ্যে সিনেমা হল সহ সমস্ত বিনোদন মূলক মঞ্চ খুলে যাচ্ছে।
আরও পড়ুন: ২৬ বছরের কাজ ছ’য় বছরে, অটল টানেলের উদ্বোধনেও কংগ্রেসকে তোপ মোদির
শুক্রবার সামাজিক মাধ্যমে বাবুল লেখেন, ‘ফিল্র ইণ্ডাস্ট্রির একজন সদস্য হিসাবে সিনেমা হল খোলা কিংবা সব কিছু চালু হওয়ার প্রয়োজনীয়তা তিনি বোঝেন। কিন্তু তারপরেও সন্দিহান এতে সংক্রমণ বাড়বে কি না।’ এরপরই তিনি লেখেন, ‘ সব কিছুতেই টেক্কা দিতে চান বাংলার মুখ্যমন্ত্রী। এই নির্দেশও সেই টেক্কা দেওয়ার রাজনীতি। করোনার বিরুদ্ধে লড়াইটাকেও মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির বাইরে রাখতে পারছেন না।’