fbpx
আন্তর্জাতিকহেডলাইন

সামরিক বিমানে করে দেশ ছেড়ে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: বেসামরিক বিমান ও সমুদ্র পথে চেষ্টা করে ব্যর্থ হন। অবশেষে সামরিক বিমানে করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।

স্থানীয় সময় বুধবার রাত ৩টার দিকে মালদ্বীপের রাজধানী মালে তিনি পৌঁছেছেন। এ ঘটনার মধ্য দিয়ে কয়েক দশক ধরে শ্রীলঙ্কার ক্ষমতায় থাকা রাজাপক্ষে পরিবারের পতন হয়েছে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এর আগে গত শনিবার শ্রীলঙ্কার বিক্ষুব্ধ জনতা গোতাবায়ার বাসভবনে ঢুকে পড়ার পর থেকেই তিনি পালিয়ে ছিলেন। পলাতক অবস্থায় তিনি ঘোষণা করেন বুধবার পদত্যাগ করবেন।

গোতাবায়া রাজাপক্ষের ভাই ও প্রাক্তন অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষে সে দেশ ছেড়ে চলে গেছেন। যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছেন বাসিল।

গোতাবায় দেশ ছেড়েছেন জেনে উল্লাসে ফেটে পড়েছে বিক্ষোভকারীরা।

 

 

 

Related Articles

Back to top button
Close