দেশ রক্ষায় সমস্ত নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ দেশ রক্ষায় এবার প্রত্যেক নাগরিককে হাতে অস্ত্র তুলে নেওয়ার আহ্বান জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার এক ভাষণে জেলেনস্কি বলেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু কোনও সাড়া পাননি। জেলেনস্কি বলেন, ‘আমি রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলার চেষ্টা করেছি। কিন্তু ফলাফল ছিল নীরবতা। ’
প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রুশদের ইউক্রেন সম্পর্কে মিথ্যা বলা হচ্ছে। তিনি বলেন, ‘কে (যুদ্ধ) থামাতে পারে? রাশিয়ার জনগণ। আমি নিশ্চিত, তারা আপনাদের মধ্যেই আছে। রুশ বাহিনীর হামলা শুরু হওয়ার পরপর জেলেনস্কি দেশে সামরিক আইন জারি করেন। এর আগেই দেশব্যাপী জরুরি অবস্থা জারি করা হয়েছিল। এর আওতায় সরকারি কর্মকর্তাদের বিধি-নিষেধ আরোপ করার অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে। সামরিক আইনের অধীনে সামরিক কর্মকর্তারা বেসামরিক নাগরিকদের নিয়ন্ত্রণ করবেন।
এবার অস্ত্র হাতে তুলে নিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিতে দেশের প্রাপ্তবয়স্ক ও সক্ষম সব নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার মস্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর এক টেলিভিশন ভাষণে নাগরিকদের লড়াইয়ে যোগ দেওয়ার এই আহ্বান জানান তিনি। রুশ সৈন্যদের বিরুদ্ধে লড়াইয়ে দেশের জনগণকে অস্ত্র হাতে তুলে নেওয়ার পাশাপাশি ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে সহায়তার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। এছাড়া ইউক্রেনকে রক্ষায় ইচ্ছুক কারু ওপরে আগে নিষেধাজ্ঞা আরোপ করা থাকলে এখন তা প্রত্যাহার করে নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। তিনি বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে রুশ হামলা নাৎসি আক্রমণের মতোই। ইউক্রেনে হামলার প্রতিবাদ জানাতে রাশিয়ার নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, শত্রুরা গুরুতর
ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এই ক্ষতি আরও বাড়বে।