
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: পর পর দুবার বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। তখনই আশঙ্কায় বুক কাঁপছিল আমজনতার। সেই আশঙ্কাকে সত্যি করে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। রান্নার গ্যাসের দাম এক হাজার টাকা ছাড়িয়ে গেল৷ আজ থেকে ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম আরও ৫০ টাকা বাড়ল। যার ফলে কলকাতায় একটি রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে দাম পড়বে ১০২৬ টাকা৷ এতদিন যা ছিল ৯৭৬ টাকা৷ বাড়িতে ব্যবহারের জন্য রান্নার গ্যাসের দাম বাড়লেও সামান্য সস্তা হয়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম৷ ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম হল ২৪৪৫ টাকা৷
শুধু তাই নয়, খাতায় কলমে ১০২৬ টাকা দাম হলেও প্রায় সর্বত্রই গ্যাস দিতে এসে অতিরিক্ত অর্থ দাবি করেন গ্যাস সরবরাহকারী সংস্থার ডেলিভারির দায়িত্বে থাকা ব্যক্তি৷ ফলে সবমিলিয়ে আজ থেকে গ্যাস নিতে গিয়ে ১০৫০ টাকার কাছাকাছি খরচ পড়ে যাবে৷
পর পর জিনিসের দাম বেড়ে চলেছে। ভোজ্য তেল থেকে চাল বাদ নেই কিছুই। এবার মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তের মাথায় বোঝা বাড়ানো হল। করোনা পরিস্থিতির কারণে এমনিতেই মানুষের অর্থনৈতিক অবস্থায় টান পড়েছে। অনেক মানুষের চাকরি নেই। একাংশের বেতন কমেছে।