fbpx
দেশহেডলাইন

মধ্যবিত্তের মাথায় চিন্তার বোঝা চাপিয়ে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: স্বস্তি আর নেই সাধারণ মানুষের জীবনে। ফের মধ্যবিত্তের মাথায় চিন্তার বোঝা চাপিয়ে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। এক ধাক্কায় ৫০ টাকা বেড়ে গেল। ফলে এবার থেকে ১৪.২ কেজি রান্নার গ্যাসের জন্য আপনাকে দিতে হবে ১০৭৯ টাকা। লাগাতার গ্যাসের দাম বেড়ে চলায় সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। একেই করোনার কারণে বিপর্যস্ত জনজীবন। আগেই গ্যাসের দাম হাজার ছাড়িয়েছিল। এতদিন ১০২৯ টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছিল৷ আজ থেকে সেই গ্যাসই কিনতে হবে ১০৭৯ টাকায়৷ রান্নার গ্যাসের ভর্তুকিও কার্যত তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ তার উপরে আবার গ্যাস দিতে এলেই বাড়তি কিছু টাকা দাবি করেন ডেলিভারি বয়’রা।

কার্যত হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। কিছুদিন আগেই পর পর বেড়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম পড়বে ২১৩২ টাকা৷ তবে রেস্তরাঁর মালিকরা কিছুটা হলেও রেহাই পেয়েছেন। এবার আর বাড়েনি বাণিজ্যিক গ্যাসের দাম।

 

 

 

Related Articles

Back to top button
Close